গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার আবদার গ্রামের মানিক মিয়া (৩৫) ও মো. মামুন হোসেন।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবদার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দ্বিতীয় আসামি মামুন হোসেনের ঘরে তল্লাশি করে তোশকের নিচ থেকে ২৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি জহিরুল ইসলাম নামে একজন পালিয়ে যান।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’