ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে যশোরের মনিরামপুরে মতবিনিময় সভা হয়েছে। গত বুধবার বিকেলে মনিরামপুর থানা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সঙ্গে ছাত্রদলের এ মতবিনিময় সভা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, মহিবুল আলম মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, এনামুল কাদির, ফিরোজ হোসেন, রাকিবুল হাসান, পারভেজ হাসান, ফয়সাল আহম্মেদ স্বাধীন, সাঈদ হাসান অমি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।