পাইকগাছায় নীতিমালা বহির্ভূত নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের নিয়োগ বাতিলের দাবিতে স্থানীয় সাংসদসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে সুপারিশ করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর উপজেলার গড়ইখালী ইউনিয়নে ৪ জন গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। উচ্চতা কম ও পরীক্ষায় উত্তীর্ণ না হলেও শান্তা গ্রামের তানভীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, ‘নতুন যোগদান করেছি এ নিয়োগটি আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়ে গেছেন। আবেদন পেয়েছি মাত্র। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’