হোম > ছাপা সংস্করণ

প্রধান আসামি সাগর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সিহাব উদ্দিন বাবু হত্যা মামলার প্রধান আসামি মো. সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গত সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

তাঁর বিরুদ্ধে ১১টি মামলা আছে। এর মধ্যে তিনটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সাগর শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

মো. সোহরাব জানান, সিহাব উদ্দিন বাবু হত্যাকাণ্ডের পর থেকেই সাগর দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন। তবে মাঝেমধ্যে বগুড়ায় এসে মাদক বিক্রি করতেন।

চলতি বছরের ৩০ মে শাজাহানপুর উপজেলার সাবরুল বাজার এলাকায় বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তাঁর স্ত্রী রুমি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাগরকে প্রধান আসামি করা হয়েছে।

গতকাল দুপুরে পুলিশ কর্মকর্তা নান্নু খান জানান, সাগর বর্তমানে থানায় আছেন। তাঁকে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ