বাসাইলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক হতদরিদ্র ও শিক্ষিত জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে এগিয়ে নিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বাসাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। ইউএনও মো. মনজুর হোসেন সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদত হোসেন খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গজনবী খান প্রমুখ।