সিলেটের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘নাগরিকেরা ধর্মবর্ণ নির্বিশেষে একে অন্যের উৎসবে একাত্ম হয়ে অংশ নেওয়ার মাধ্যমে আমাদের বন্ধন আরও সুদৃঢ় হবে। অতীতেও বিভিন্ন সময় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার বিরুদ্ধে সোচ্চার ছিলেন সিলেটের মানুষ। ভবিষ্যতেও আমাদের এই সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে সিলেটকে একটি শান্তি ও সম্প্রীতির মডেল নগরী হিসেবে গড়ে তুলতে হবে।’
মেয়র শুক্রবার বিকেলে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর চাঁদনীঘাটে স্থাপিত সুবোধ মঞ্চ থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।
পূজা উদ্যাপন পরিষদের মহানগর শাখার সভাপতি সুব্রত দেবের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ ও মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন।