হোম > ছাপা সংস্করণ

সরে দাঁড়ালেন বিদ্রোহী

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম মিয়া। তিনি নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাগর হাওলাদারের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। আবুল কালাম মিয়া বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গতকাল সোমবার ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। তিনি মনোনয়ন প্রত্যাহার করা এবং নৌকা প্রার্থীর সমর্থনে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা প্রতীকে নির্বাচন করার আশা ছিল। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেননি তাই ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু অনেক চিন্তা করে দেখলাম, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করা উচিত নয়। তাছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজ (সোমবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নৌকার সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া কঠোর হুঁশিয়ারি ও বহিষ্কারের ভয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে আবুল কালাম মনোনয়ন প্রত্যাহার করেছেন। এ জন্য তাঁকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, মিলে-মিশে কাজ করে যাবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ