হোম > ছাপা সংস্করণ

গাছে বেঁধে নির্যাতন অভিযুক্ত গ্রেপ্তার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে চায়ের দোকান থেকে ২০০ টাকা চুরির অভিযোগে আনিকা আক্তার নামের (৯) বছর বয়সের এক মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে উপজেলার ধনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই দিন রাতেই মামলা করেন নির্যাতিত ছাত্রীর দাদা। এরপর রাতেই এ ঘটনায় অভিযুক্ত দোকানি বেলী বেগমকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানার পুলিশ।

নির্যাতনের শিকার আনিকা আক্তার ধনতলা বাজার এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে স্থানীয় সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গ্রেপ্তারকৃত বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম। তিনি ঘটনার সময় চা বিক্রি করছিলেন। এমন সময় তাঁর ক্যাশ বাক্স থেকে ২০০ টাকা চুরি হওয়ার অভিযোগে সন্দেহ করেন আনিকাকে।

ওই সময় আনিকা তাঁর চায়ের দোকানের পাশে ঘোরাঘুরি করছিল। বেলী বেগম বাজারের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে আনিকার ওপর নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আনিকা টাকা চুরি করেনি বলে বারবার আকুতি-মিনতি করতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাতেই আনিকার দাদা আলম হোসেন বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের বিষয়ে একটি মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ