হোম > ছাপা সংস্করণ

ব্যাংক থেকে গ্রাহকের ১০ লাখ টাকা চুরি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এক গ্রাহকের ১০ লাখ টাকা চুরির হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের ঝিলটুলীর শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে নাজমা বেগম (৪৮) নামে এক স্কুল শিক্ষিকা সোনালী ব্যাংকের করপোরেট শাখায় ১০ লাখ ৬০ হাজার টাকা তাঁর হিসাবে জমা দিতে আসেন। ক্যাশ জমার স্লিপ লেখার সময় তাঁর পাশ থেকে এক যুবক টাকার ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

নাজমা বেগম বলেন, প্রথমে আমি জমা স্লিপ লিখলে সেখানে টাকার পরিমাণ লেখা ভুল হওয়ায় পরে আবার নতুন করে স্লিপ লিখতে গেলে এক ব্যক্তি টাকার ব্যাগ চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, পোস্ট অফিসে রাখা টাকা মেয়াদ পূর্ণ হওয়ায় উঠিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে এসে এ ঘটনা ঘটে।

নাজমা ফরিদপুরের সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরে।

ফরিদপুর করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ব্যাংকের সিসি ফুটেজ দেখে অনুসন্ধান চলছে। আশা করছি, শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনতে পারব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ