হোম > ছাপা সংস্করণ

কাউখালী পোস্ট অফিস দুই বছরেও হয়নি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

একসময় ঘুম ভেঙেই প্রিয়জনের চিঠি পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনত সবাই। কালের বিবর্তনে মোবাইল, ইমেইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম চালু হওয়ায় এখন আর সেই চিঠির অপেক্ষায় থাকতে হয় না।

তাই পোস্ট অফিসগুলোও কাজে পরিবর্তন এনে পেয়েছে আধুনিকতার ছোঁয়া। মানিঅর্ডার কিংবা আগের মতো চিঠিপত্র না এলেও সঞ্চয়পত্র, নির্দিষ্ট ডিপোজিট রাখার জন্য সাধারণ মানুষের ভিড় পোস্ট অফিসে লেগেই আছে।

অথচ সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ ও নির্ভেজাল আস্থার পোস্ট অফিস ঘরগুলো পায়নি আধুনিকতার ছোঁয়া। অনেক জায়গায় সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে।

তেমনি একটি পোস্ট অফিসের নাম কাউখালী উপজেলা পোস্ট অফিস। দীর্ঘ দুই বছর আগে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশেই একটি ভবনের নিচতলায় ৫ হাজার ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ভাড়া নিয়ে চলছে পোস্ট অফিসের সব ধরনের কার্যক্রম।

ভাড়া নেওয়া ভবনটিও সামান্য ঝড়–বৃষ্টি হলেই পানি ঢুকে ডুবে যায়। এমনই এক ভবনে সরকারের অতি গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতাপত্র, গুরুত্বপূর্ণ সরকারি কাগজ, এমনকি ডাকটিকিট, রাজস্ব স্ট্যাম্প, প্রাইজবন্ডের মতো রাজস্ব আদায়ের সম্পদগুলো অরক্ষিত অবস্থায় ব্যবহার করতে হয়।

জেলা পোস্ট অফিসের ইন্সপেক্টর মোশাররফ হোসেন জানান, কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল। করোনার কারণে ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও কাজ শুরু করা হয়নি।

খুলনার পোস্টমাস্টার জেনারেল শামসুল আলম বলেন, ‘খুব দ্রুতই কাউখালী পোস্ট অফিস ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ