পরমাণু কর্মসূচির ওপর জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন পুনঃপ্রতিষ্ঠায় ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর চূড়ান্ত চুক্তি আগামী সপ্তাহের মধ্য়েই হতে পারে।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থার স্থায়ী রুশ প্রতিনিধি মিখাইল ইউলিয়ানোভ।
পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে গত এপ্রিল মাস থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল রাশিয়া, যুক্তরাজ্য়, জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।