রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচন আজ মঙ্গলবার। এতে অংশ নিচ্ছে ৩টি শ্রমিক সংগঠন। ইতিমধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা।
কেপিএম সূত্রে জানা গেছে, এবারের সিবিএ নির্বাচনে তিনটি শ্রমিক সংগঠন অংশ নিচ্ছে। এগুলোর মধ্যে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (চাকা প্রতীক), কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন (ছাতা প্রতীক) এবং কেপিএম এমপ্লয়িজ ইউনিয়ন (হাতুড়ি প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। ২১৯ জন শ্রমিক কর্মচারী আজ ভোটাধিকার প্রয়োগ করবেন।
কেপিএমের জিএম (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচনে শ্রমিক সংগঠন গুলিকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।
নির্বাচন উপলক্ষে গত রোববার কাপ্তাই থানার ওসি নাসিরের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বী শ্রমিক সংগঠন ও কেপিএম লি.-এর প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা হয়।