ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। এতে গড্ডিমারী ইউপিতে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তা ছাডা নৌকা প্রতীকের দুই এজেন্টসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘মধ্য গড্ডিমারী পন্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ও মধ্য গড্ডিমারী লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।’
নির্বাচন কর্মকর্তা নাজমুল আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওই দুই কেন্দ্রে রিজার্ভে থাকা বনমালী বমন এবং রঘুনন্দন রায় নামের দুজনকে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।’
খবর পেয়ে ওই ইউনিয়নের নির্বাচনী দায়িত্বে থাকা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান কেন্দ্র দুটি পরিদর্শন করে দায়িত্বে অবহেলার দায়ে ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের প্রত্যাহার করেন।
হাতীবান্ধা থানার ডিউটি অফিসার (এসআই) সুকুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যগড্ডিমারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে হাসান আলী ও মধ্যগড্ডিমারী লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে শাহীনুর ইসলাম নামের দুজন নৌকার এজেন্ট বিশৃঙ্খলার অভিযোগে আটক হন। এ ছাড়া মধ্যগড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আবুল কালাম আজাদ নামের এক সদস্য প্রার্থীর এজেন্টকেও আটক করা হয়েছে।’