রাজবাড়ীর পাংশায় ২০০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৮। গত শুক্রবার বিকেলে পাংশার সত্যজিৎপুর গ্রামের কলেজ মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছির আরিফুল ইসলাম (২২) ও নাটনাপাড়ার সুরুজ ইসলাম (২০)।
গতকাল শনিবাব র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে পাংশার সত্যজিৎপুর গ্রামের কলেজ মোড় হতে আরিফুল ও সুরুজকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ২০০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা পাওয়া গেছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এ অভিযানে অংশ নেন। আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে দীর্ঘদিন ধরে বিক্রি করছিলেন। এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।