কুষ্টিয়ার কুমারখালীতে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান ও দুই সদস্য প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নন্দনালপুর ও চাপড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাচনী আচরণবিধি মনিটরিংয়ের জন্য নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ইউপি নির্বাচন বিধিমালা-২০১৬ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য দুই সদস্য প্রার্থী এবং এক চেয়ারম্যান প্রার্থীকে তিনটি পৃথক মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও সূত্রটি জানায়।