মধুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় ৪ হাজার ১৪০ কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারির বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু কৃষকদের হাতে সরিষা বীজ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এতে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৪ হাজার ১৪০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে।