নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়ন থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরপার্বতীর ৭ নম্বর ওয়ার্ডের জাকের হোসেন প্রকাশ সরোয়ার (৩৩) ও ৩ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম প্রকাশ ফকির (২৮)।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকের হোসেন ও নুর ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৪০০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে তিনি সর্বসাধারণের সহায়তা কামনা করেন।