হোম > ছাপা সংস্করণ

৫ দফা না মানলে কর্মবিরতির হুমকি পরিবহন শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ট্রাফিক পুলিশের হয়রানি, মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকেরা। এ সময় তারা সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করার হুঁশিয়ারি দেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ। বক্তব্য দেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।

আরও বক্তব্য দেন ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিএনজি অটোটেম্পো ঐক্য জোট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম ভাসানী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মইন। সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও বাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।

তাদের ৫ দফা দাবি হচ্ছে, ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, পুলিশ কমিশনার, ট্রাফিক ডিসি, ট্রাফিক এডিসি নাহনুল বারীকে প্রত্যাহার, গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে পূর্ণাঙ্গ করা, সিলেট শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেন শ্রমিক লীগের নাম ব্যবহার করে শ্রম আদালতে প্রভাব বিস্তার করে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি করা বন্ধ এবং আদালত হতে নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করতে হবে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বন্ধ পাথর কোয়ারী খুলে দিতে হবে, সিলেটের সব ভাঙা রাস্তা সংস্কার করতে হবে, সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে, বিক্রি হওয়া গাড়িগুলো রেজিস্ট্রেশন দিতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ