জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে জুয়েল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয় টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জুয়েল উপজেলার চিয়ারি গ্রাম পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
জুয়েলের বড় ছেলে শিহাব উদ্দিন বলেন, ‘সকাল ঘুম থেকে উঠে দেখি বাবার ঝুলন্ত মরদেহ দেখে প্রতিবেশীদের ডেকে এনে দড়ি কেটে বাবার লাশ মাটিতে নামায়। মা ছয় মাস আগে বাবাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাবা হতাশায় ভুগছিলেন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বউ চলে যাওয়ার পর থেকে হতাশায় ভুগছিলেন জুয়েল হোসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ওপর অভিমান করেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।