তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নব নির্বাচিত চেয়ারম্যানদের তেরখাদা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এ বিষয়ে বিবৃতিদাতারা হলেন, তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত আলী, সিনিয়র সহ সভাপতি রাসেল আহমেদ, সাধারন সম্পাদক ডা. এনায়েত হোসেন ইমন, সাংবাদিক শিব প্রসাদ সরকার, আক্তারুজ্জামান নান্নু, মোল্লা আজিজুর রহমান, ফকির তহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, শফিউল আজম স্বপন, সবুজ কুমার রায় প্রমুখ।
বিবৃতি দাতারা বলেন, গত ২৮ নভেম্বর একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তেরখাদাবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গণরায় প্রতিষ্ঠিত হয়েছে। তারা জনগণকে সন্তুষ্ট করবেন বলে বিবৃতিতে আশা করা হয়।