চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী রেহানা বেগমের বিরুদ্ধে আওয়ামী লীগের ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে স্থানীয় একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে এ জন্য শাস্তি দাবি করেন হেলাল উদ্দিন মোল্লা নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতা।
সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন মোল্লা বলেন, রেহানা বেগম নিজেকে ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক বলে দাবি করছেন। অথচ তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। অপপ্রচারের ঘটনায় শিগগির রেহেনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।
এ বিষয়ে রেহানা বেগম বলেন, ‘আমি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক। হেলাল মোল্লা ষড়যন্ত্র করছে।’
ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সভাপতি কুলসুমা বেগম বলেন, ‘রেহানা বেগম ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের একজন সদস্য মাত্র। ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম মারা যাওয়ায় পদটি বর্তমানে শূন্য।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলী আক্কাস মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম পণ্ডিত।