ফেনীর ফুলগাজীতে ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নতুন নির্বাচিত চেয়ারম্যানের শপথ পাঠ আজ। আজ রোববার বিকেল তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এ শপথ পাঠ করাবেন।
৬ ইউপি চেয়ারম্যান হলেন ফুলগাজী সদর ইউপির মো. সেলিম, মুন্সীর হাটের নরুল আমিন, দরবারপুরের নিজাম উদ্দিন মজুমদার, আনন্দপুরের মো. হারুন মজুমদার, আমজাদহাটের মীর হোসেন মীরু ও জি এম হাট ইউপির সৈয়দ জাকির হোসেন রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম বলেন, আজ উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ হবে। আর ইউপি সদস্যদের শপথের তারিখ কালকে জানিয়ে দেওয়া হবে। সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ ফুলগাজী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।