হোম > ছাপা সংস্করণ

ক্রেতা সেজে পাখিসহ বিক্রেতাকে আটক

সিলেট সংবাদদাতা

সিলেটে ক্রেতা সেজে জবাই করা ১৪টি পরিযায়ী পাখিসহ একজনকে আটক করে বন বিভাগ ও পুলিশের হাতে তুলে দিয়েছেন এক পরিবেশ কর্মী। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী তাঁকে আটক করা হয়। আটক সালাম মিয়া জৈন্তাপুরের বাঘের খাল গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, ‘স্থানীয় কয়েকজনের মাধ্যমে সালাম মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে আমি ফোন দিয়েছিলাম। প্রথমে তিনি আমি আগেই তাঁর কাছ থেকে পাখি কিনেছি কিনা সেটি নিশ্চিত হতে চেয়েছিলেন। আমি বিভিন্ন ভাবে তাঁকে আশ্বস্ত করেছি যে আগেও তাঁর কাছ থেকে পাখি কিনেছি।’

আবদুল করিম আরও বলেন, ‘ক্রেতা সেজে সাড়ে তিন হাজার টাকা পাখির দাম নির্ধারণ করি। এদিকে আগেই আমি বন বিভাগ, পুলিশ প্রশাসনে খবরটি দিয়ে রেখেছিলাম। পরে পাখি নিয়ে আসার পরপরই তাঁকে আটক করে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করি।’

বন বিভাগের সিলেট টাউন রেঞ্জার মো. শহিদুল্লাহ বলেন, নিয়মিত নজরদারির পরও সিলেট শহরে পাখি শিকার ও বিক্রি বন্ধ হচ্ছে না। যা শীতকালে আরও বেশি বেড়ে যায়। পরিবেশবাদী সংগঠনগুলো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নজর রেখে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ