নির্মাতা সতীর্থ রহমান রুবেল ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে টাপুরের (বাঁ থেকে দ্বিতীয়) সিনেমায় অভিষেক হয়েছে আশুতোষ সুজন পরিচালিত সরকারি অনুদানের ‘দেশান্তর’ দিয়ে। এই সিনেমায় মনসা চরিত্রে অভিনয় করেছেন টাপুর।
এবার সেই সিনেমার জন্য পুরস্কার পাচ্ছেন টাপুর।
২৩ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচার ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বসিআরএ (বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন) বিজয় সম্মাননা ২০২২’। সেখানে নবাগত অভিনেত্রী হিসেবে বিশেষ পুরস্কার পাচ্ছেন টাপুর। অভিনয়ে টাপুরের প্রথম পুরস্কারপ্রাপ্তিতে পুরো পরিবারে নেমেছে আনন্দের বন্যা।