বাংলাদেশের সফলতা ভারতের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘কম্প্রিহেনসিভ ট্রেনিং সার্ভিস অন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের আয়োজন করে পিপিপি কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ও এসআরইআইয়ের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা সুরেন মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুলতানা আফরোজ।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন একই রকমের জানিয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ‘দুই দেশের প্রতিবন্ধকতাগুলো একই রকমের। অভিজ্ঞতার আলোকে এ ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। আমরাও অভিজ্ঞতা থেকে শিখেছি কি ভুল করছি, আর কি ঠিক করেছি।’ বাংলাদেশ মেগা প্রকল্পগুলো বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশের উন্নয়ন কেন ভারতের জন্য জরুরি তার ব্যাখ্যায় তিনি বলেন, বাংলাদেশের সফলতা ও এগিয়ে যাওয়া ভারতের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যত সফলতা হবে, ভারতের জন্য বিষয়টি তত ভালো হবে। একই ভাবে ভারতের সফলতা ও এগিয়ে যাওয়াও বাংলাদেশের জন্য জরুরি।