প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ৪টি কার্প জাতীয় মাছ ও ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচিত হয়েছে। গত মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ সম্পর্কিত ঘোষণা প্রদান করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।
এনডিসি নমিতা হালদার এ সময় চট্টগ্রামের রাউজানে একটি হ্যাচারি সংবলিত গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করেন। এ ছাড়া হালদা নদীর পরিবেশ উন্নয়ন ও কার্প জাতীয় মাছের স্বাতন্ত্র্য রক্ষায় পিকেএসএফের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি’ স্থাপিত হয়। এই পরীক্ষাগারেই সম্প্রতি উন্মোচিত হয় চারটি কার্প জাতীয় মাছ ও ডলফিনের জিনোম সিকোয়েন্স।