হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন’ ও ‘বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ’ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি জহিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও ‘বিএমটিএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ বাপ্পীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ডা. আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান, ডা. সওকত হোসেন, বিএমএর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বক্তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আহত অবস্থায় সিলেটে নেওয়ার পথে সাইফুল ইসলাম মারা যান।