চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেটের সামনে দিয়ে মন্টু দে (৬৫) নামের এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে যান।
এ সময় অন্য একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়। দুটি সিএনজিচালিত অটোরিকশার একটিও দুর্ঘটনার পর থামেনি। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মন্টু দেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্টু দের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুলকুরমাই গ্রামে। তিনি একই এলাকার সন্তোষ বাপের বাড়ির মৃত নিবারণ দের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ জানায়নি। কেউ কোনো অভিযোগও করেনি।