হোম > ছাপা সংস্করণ

ভেড়ামারায় সম্প্রীতি সমাবেশ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের বিচারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ভেড়ামারা শাখার সভাপতি অমর চাঁদ কণ্ডুর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফজলুল হক বুলবুল, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, সাম্যবাদী দলের জেলা সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নন্দলাল কুন্ডুসহ আরও অনেকে।

প্রধান অতিথি আব্দুল আলিম স্বপন বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রশ্রয় দেওয়া হবে না। সম্প্রীতির মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ