হোম > ছাপা সংস্করণ

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে উত্তাল জনতা

ইউরোপে করোনার সংক্রমণ আবার বেড়েছে। বিস্তার রুখতে ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা দিয়েছে অস্ট্রিয়া। নেদারল্যান্ডসে নতুন করে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। গত শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাতজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

টিকা না-নেওয়াদের জন্য বিভিন্ন ভেন্যু বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ডস। এর বিরুদ্ধে গত শুক্রবার হাজার হাজার মানুষ রোটারডামের রাস্তায় নেমেছে। তাদের রুখতে রাস্তায় নামানো হয় পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

রোটারডামের মেয়র আবুতালেব দাঙ্গাকে ‘অনিয়ন্ত্রিত সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল।

করোনার টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন বিপুল মানুষ। তবে সরকারের করা আইনের পক্ষেও এক দল মিছিল করেছে।

করোনার সংক্রমণ কমাতে লকডাউনের পথে না হাঁটলেও কয়েকটি এলাকায় আংশিক লকডাউন দিয়েছে জার্মানি। গত শুক্রবার থেকে বায়ার্ন এবং স্যাক্সোনিতে বড়দিনের মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ