পীরগঞ্জের বড় করিমপুর কসবা গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত জেলেপল্লির বাসিন্দাদের পাশে সরকার রয়েছে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই আশ্বাসের বাণী শোনান।
মন্ত্রী টিপু মুনশি হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে শাড়ি, লুঙ্গি, শীতবস্ত্র ও নগদ ১ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় মন্ত্রী জেলেপল্লির বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘সরকার ও সরকারি দল আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। বিপদ হয়েছে, বিপদের পরেই আমরা সবাই সমন্বিত প্রচেষ্টায় তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানান টিপু মুনশি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদেকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৭ অক্টোবর রাতে জেলেপল্লিতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ঘরবাড়িতে উত্তেজিত জনতা হামলা চালায়। এ সময় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার মোট আসামির সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে।