হোম > ছাপা সংস্করণ

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের বিদায়

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাঁকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

শিক্ষক মজিবর উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের বাসিন্দা। তাঁর বিদায় উপলক্ষে আলোচনা সভাসহ নেওয়া হয় বর্ণিল আয়োজন। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো হয় ঘোড়ার গাড়ি। সেই গাড়িতে করে বাড়ি ফেরেন তিনি।

বিদায়কালে শিক্ষক মজিবর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঁখিরুজ্জামান বলেন, ‘বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাকেও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাঁকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন।’

এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, একজন শিক্ষক যখন তাঁর চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করা হয়েছে। কালীগঞ্জে এই প্রথম এমন উৎসবের বিদায়। শুধু মজিবর রহমান নন, প্রতিটি শিক্ষকের বিদায় এমনই হওয়া উচিত। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ