হোম > ছাপা সংস্করণ

রাবারবাহী কার্গো জব্দ দুই জন গ্রেপ্তার

মধুপুর প্রতিনিধি

মধুপুরে পাচারের সময় ৮ লক্ষাধিক টাকার রাবারসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় মধুপুর থেকে আলোকদিয়া সড়কের টেংরী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় রাবার পাচারের কাজে ব্যবহৃত কার্গোটি জব্দ করা হয়।

জানা গেছে, মধুপুরে বনশিল্প উন্নয়ন করপোরেশনের দ্বিতীয় রাবার উন্নয়ন প্রকল্পের বাগান থেকে রাবার পাচারের সংবাদ পায় র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালায়। মধুপুর থেকে ঢাকা, জামালপুর, ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে শুরু হয় নজরদারি। ভোরের দিকে অপরিশোধিত কাঁচা রাবারভর্তি একটি কার্গো মধুপুর-আলোকদিয়া সড়ক এলাকা থেকে আটক করা হয়।

এ সময় জড়িত থাকার অভিযোগে মধুপুর পৌরশহরের মাস্টারপাড়ার অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়া এলাকার শামীম মণ্ডলকে (১৮) আটক করে র‍্যাব। জব্দ করা রাবারের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বেশকিছু দিন ধরে সংঘবদ্ধ একটি চক্র মধুপুরে সরকারি রাবার বাগান থেকে রাবার পাচার করছে। আটক হরিপদ ও শামীম দীর্ঘদিন ধরে রাবার পাচারে জড়িত। এ ঘটনায় মধুপুর থানায় মামলা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ