ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় ঢাকার নটর ডেম কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনায় ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরার সভাপতিত্বে জেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
এতে বক্তব্য দেন আসমা আক্তার মুক্তা, ঈশিতা আক্তার, হাসিবুল হাসান, আবু বক্কর সিদ্দিক, আয়েশা আক্তার, লাইজু আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যারা এভাবে নাঈমকে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অপরাধীদের শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না।