কারামুক্ত হয়ে ফুলের মালায় সংবর্ধিত হলেন বাঘার বাউসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান। গ্রেপ্তারের ৩৬ দিন পর গত সোমবার রাজশাহীর দায়রা জজ আদালত তাঁকে জামিনে মুক্তি দেন।
সোমবার সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে বাঘার বাউসা বাজারের আসেন নুর মোহাম্মদ তুফান।
চেয়ারম্যান তুফানের জামিনে কারামুক্ত খবরে স্থানীয় লোকজন গাড়িবহর নিয়ে কারাগারের মূল ফটকে আসেন। সেখান থেকে বাউসা নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে।
চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, ‘আমি বাউসা ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ। আমার এ বিজয় ইউনিয়নের মেহনতি মানুষের বিজয়। আমি কারামুক্ত হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে দেখা করতে গেলে তাঁরা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন।’