শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির হোসাইন, সহসভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেন, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাশ প্রমুখ।
উদ্বোধনী সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।