হোম > ছাপা সংস্করণ

পরীক্ষার্থীদের জন্য মাইকে প্রচার বন্ধ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

নির্বাচনী প্রচারে মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জের আলী হোসেন নামের এক ইউপি সদস্য পদপ্রার্থী। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আলী হোসেন কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শনিবার সকালে প্রার্থী নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ওই ঘোষণা দেন তিনি।

জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে প্রায় ৬০০ মাইকে ইউনিয়নগুলোতে রাত-দিন প্রচার চালাচ্ছেন কয়েকশ প্রার্থী। প্রার্থীদের মাইকের শব্দ শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। অনেকে ফেসবুকে পোস্ট করে মাইকের অনিয়ন্ত্রিত ব্যবহার এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের অসুবিধার কথাও তিনি তুলে ধরেছেন। তাঁদের কথা ভেবে প্রার্থী আলী হোসেন নির্বাচনী প্রচারে মাইক ব্যবহার না করার ঘোষণা দেন।

ইউপি সদস্য প্রার্থী আলী হোসেন বলেন, নির্বাচনী প্রচারে মাইকের অনিয়ন্ত্রিত ব্যবহারে বিরক্তি হয়ে গেছে সাধারণ মানুষ ও ভোটারেরা। এ ছাড়া বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধাও হচ্ছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনস্বার্থ বিবেচনায় চলমান নির্বাচনে প্রচারে আমি মাইক ব্যবহার বন্ধ করেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫২ জন চেয়ারম্যান প্রার্থী, ৩০৭ জন সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী ও ১০৯ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা মাইকে প্রচার চালাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘মাইক প্রচারে বন্ধ রাখা উদ্যোগ নেওয়া প্রশংসার কাজ। অন্যরা এ থেকে অনেক কিছু শিখবেন বলে আমরা প্রত্যাশা করি।’ এমন সিদ্ধান্ত সবাই নিলে মানুষ উপকার পেত বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ