হোম > ছাপা সংস্করণ

সরকারি ঘর দেওয়ার নামে টাকা দাবি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মো. ইউসুফ আকন বিবিচিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, ২০০৭ সালে জাপান সরকারের সহায়তায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া বাজারে সরকারিভাবে নির্মিত আবাসনে ভূমিহীন হিসেবে দীর্ঘ ১৩ বছর ধরে স্থানীয় বাসিন্দা প্রয়াত শের আলী হাওলাদারের স্ত্রী মোসা. রোকেয়া বেগম বসবাস করে আসছেন। সেখানকার ঘরগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। মুজিব শতবর্ষ উপলক্ষে বেতাগী উপজেলা প্রশাসন সেই জায়গায় ভূমিহীন ও অসহায় পরিবারের জন্য নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের পরিকল্পনা হাতে নেয়।

রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘ভূমিহীন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়ার প্রত্যাশায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমানের সুপারিশসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করি। কিন্তু ইউপি সদস্য মো. ইউসুফ আকন ঘর দেওয়ার কথা বলে আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে আসছেন। মেম্বার বলেছেন, ঘর পেতে হলে অবশ্যই টাকা দিতে হবে। অন্যথায় ঘর দেওয়া হবে না।’

ইউপি সদস্য মো. ইউসুফ আকন বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে নির্বাচিত হওয়ার পর থেকেই নানা অপপ্রচার চালাচ্ছেন।’

বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন বলেন, ‘যদি কোনো ইউপি সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সরকারি ঘর দেওয়ার নাম করে টাকা দাবি কিংবা হাতিয়ে নিয়ে থাকেন, এটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর দায় পরিষদ নেবে না।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা মিললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ