হোম > ছাপা সংস্করণ

বন্ধু যখন শত্রু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুজনে একই শ্রেণির ছাত্র; বিকেএসপি আর জাতীয় দলের ক্যাম্পে দুজনের জন্য বরাদ্দ একই রুম। নাফিস ইকবাল ও আবুল হাশেম হাসিবের এই বন্ধুত্ব গতকাল প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছিল শেখ কামাল যুব গেমসের ছেলেদের টেবিল টেনিসের এককে।

রাজশাহীর ছেলে নাফিস শেখ কামাল যুব গেমসে অংশ নিয়েছে নিজের বিভাগ রাজশাহীর হয়ে। হাসিবের বিভাগ চট্টগ্রাম। ছেলেদের সেরা দুই খেলোয়াড় গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফাইনালে। সেখানে বন্ধু হাসিবকে ৩-২ গেমে হারিয়ে শেষ হাসি নাফিসের। যদিও সোনা জয়ের পর খানিকটা বিমর্ষই দেখা গেল নাফিসকে। কারণ জিজ্ঞেস করতেই তাঁর উত্তর, ‘আমার জীবনে মনে রাখার মতো একটা ফাইনাল খেলেছি। এত কঠিন ফাইনাল আমি কখনোই খেলিনি। প্রতিপক্ষ আমার সহপাঠী এবং বন্ধু। আমরা এক সঙ্গেই অনুশীলন করি।’

ফাইনাল কেন কঠিন হলো, সেই উত্তর পাওয়া গেল হাসিবের মুখ থেকে। বন্ধুর কাছে হারলেও মনে হয়নি খুব বেশি কষ্ট আছে হাসিবের মনে। এগিয়ে গিয়ে হেরেও বন্ধুর অর্জনে খুশিই মনে হলো তাকে, ‘বন্ধুর কাছে হেরেও আমার ভালো লাগছে। ওর (নাফিস) অর্জনে আমি অনেক খুশি।’ শুধু এককেই নয়, যুব গেমসের দলীয় ইভেন্টেও নাফিসের কাছে হেরেছে হাসিব। তবে বিকেএসপি কাপে আবার নাফিসের বিপক্ষে শিরোপা জয়ের কীর্তি আছে তার।

বিকেএসপিতে নাফিস-হাসিব দুজনেই দশম শ্রেণির ছাত্র। গত বছর অনূর্ধ্ব-১৯ সাউথ এশিয়ান টেবিল টেনিসের সোনাজয়ী দলেরও সদস্য তারা। গতকাল ফাইনালটা হাড্ডাহাড্ডি হয়েছে বলে দাবি হাসিবের, ‘নাফিস ব্যাকহ্যান্ডে খুব দুর্বল। আবার ফোরহ্যান্ডে শক্তিশালী। আমি ওকে ব্যাকহ্যান্ডে খেলানোর চেষ্টা করেছিলাম; কিন্তু ও ঘুরে ফোরহ্যান্ডে ম্যাচ বের করে নিয়েছে (হাসি)...।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ