নবীগঞ্জ উপজেলায় সাহিদ মিয়া (২৮) নামে এক যুবককে ৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নে রুস্তমপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সাহিদ মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ সাহিদ মিয়াকে আটক করে। এ সময় তল্লাশি করে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।