হোম > ছাপা সংস্করণ

পঞ্চগড়ে সাহিত্য আসর অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

বিভাগীয় লেখক পরিষদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আসরে আয়োজন করা হয়। লেখক পরিষদের পঞ্চগড় জেলা শাখা এই সাহিত্য আসর আয়োজন করে। পঞ্চগড়সহ বিভাগের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সাহিত্য আসরের উদ্বোধনী আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান, জেলা শিশু কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা পর্যটন পরিষদের সভাপতি হাসনুর রসিদ বাবু, রংপুর বিভাগীয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সোহাগ, নাট্যদল ভূমিজের সভাপতি সরকার হায়দার প্রমুখ।

বিভাগীয় লেখক পরিষদের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে আলোচনা শেষে উপস্থিত কবি, সাহিত্যিকেরা স্বরচিত রচনা পাঠ করেন। কবিতা আবৃত্তি ও বাউল সংগীত পরিবেশন করে পঞ্চগড় বাউল পরিষদ। সাহিত্য আসরে এবার গুণীজন সম্মাননা পান কবি শওকত আলী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ