হোম > ছাপা সংস্করণ

আ.লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

ভোলা প্রতিনিধি

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়ার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই কার্যালয়টি কুতুবা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হতো।

গত বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা এই কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল আহসান জোবায়েদ মিয়া।

তিনি আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে দুর্বৃত্তরা তার নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এতে অফিসে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিপিএম আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

ওসি শাহিন ফকির আরও বলেন,‘শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ