এবার তৃণমূল থেকে ফুটবল খেলোয়াড় বাছাই শুরু করছে শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা। উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ড থেকে অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় বাছাই করা হবে। এতে প্রতিটি ইউনিয়নে ২৪ জন করে খেলোয়াড় বাছাই করে এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোচদের দিয়ে সপ্তাহে অন্তত দুই দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে তৃণমূল খেলোয়াড় বাছাই শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটিতে একদিনেই ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে ২৪ জন করে খেলোয়াড় বাছাই করা হবে। ওই সব খেলোয়াড়কে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে আগামী এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত জাতির পিতা অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান জানান, আমরা তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে সামনের ফুটবল খেলাগুলো পরিচালনা করবো।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি কামারেরচর ইউনিয়ন, ২০ ফেব্রুয়ারি বাজিতখিলা ইউনিয়ন, ২২ ফেব্রুয়ারি গাজীরখামার ইউনিয়ন, ২৪ ফেব্রুয়ারি ধলা ইউনিয়ন, ২৬ ফেব্রুয়ারি পাকুড়িয়া ইউনিয়ন, ২৮ ফেব্রুয়ারি ভাতশালা ইউনিয়ন, ১ মার্চ লছমনপুর ইউনিয়ন, ৩ মার্চ চরমোচারিয়া ইউনিয়ন, ৫ মার্চ চরপক্ষীমারী ইউনিয়ন, ৭ মার্চ বলাইয়েরচর ইউনিয়ন, ৯ মার্চ কামারিয়া ইউনিয়ন, ১১ মার্চ রৌহা ইউনিয়ন, ১৩ মার্চ বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে খেলোয়াড় বাছাই সম্পন্ন করা হবে।