নরসিংদীর রায়পুরায় ক্যানসারে আক্রান্ত যুবক তামিম মিয়া বাঁচতে চান। অর্থের অভাবে তাঁর চিকিৎসা করতে পারছে না পরিবার। তামিম উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি ঢাকার পপুলার বেসরকারি হাসপাতালে পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাঁর পরিবার বলছে, ২০টি কেমোথেরাপির জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। যা তাদের পক্ষে বহন করা সম্ভব না। তামিমকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।
তামিমের ভাই আরমান বলেন, ‘আমার ভাই ছয় থেকে সাত মাস হলো বিয়ে করেছেন। তাঁর ক্যানসার। চিকিৎসার জন্য ইতিমধ্যে কয়েক লাখ টাকা খরচ হয়েছে। আরও তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন। এত টাকা সংগ্রহ করা আমাদের পক্ষে অসম্ভব। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।’
আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, ‘তাঁর কথা শুনেছি। বিত্তবানেরা এগিয়ে এলে, ভালো চিকিৎসায় তিনি ফিরে পেতে পারেন নতুন জীবন।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘এ নিয়ে আমাকে এখনো কেউ কিছু জানাননি। পরিবারের পক্ষ থেকে অফিসে যোগাযোগ করলে নিয়মমাফিক প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’