বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন দুজন। গত সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের কাছে প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, ১৩ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন পর্যন্ত সুপাতলা গ্রামের আলী হোসেনের স্ত্রী নাজমুন নাহার নিপা এবং একই গ্রামের মোস্তাব আলীর স্ত্রী ছাবিনা ইয়াছমিন মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।
১৯ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হলে ৭ অক্টোবর বিয়ানীবাজার পৌরসভার (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত-৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।