হোম > ছাপা সংস্করণ

এবার দেশে ধানের জীবনরহস্য উন্মোচন

বাকৃবি প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিং তৈরি বা জীবনরহস্য উন্মোচন ও বিভিন্ন জিন শনাক্ত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) একদল গবেষক লবণাক্ততা ও বন্যাসহিষ্ণু বিনা ধান-২৩ নিয়ে গবেষণা করে এ সাফল্য পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও ধানের জীবনরহস্য উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

মির্জা মোফাজ্জল ইসলাম জানান, বিনা উদ্ভাবিত ধানের জাতগুলোতে সাধারণত বিভিন্ন রেডিয়েশন প্রয়োগের মাধ্যমে ‘উন্নত জাত’ করা হয়। ওই রেডিয়েশনের প্রভাবে জিনে কী ধরনের পরিবর্তন আসে, এত দিন পর্যন্ত তা জানা সম্ভব হতো না। এই গবেষণার ফলে জিনপর্যায়ে কী ধরনের পরিবর্তন আসে, তা নিশ্চিতভাবে জানা যাবে।

ধানের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে দেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে মন্তব্য করে গবেষণাসংশ্লিষ্ট অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে ইতিপূর্বে ধানের কোনো জিনোম সিকোয়েন্সিং করা হয়নি। এবারই প্রথমবারের মতো বিনা-২৩ ও তার তিনটা আলাদা ধরনের (রেডিয়েশনের মাধ্যমে তৈরি) জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে।’

নিজেদের শনাক্ত জিনগুলো দেশ-বিদেশে বিজ্ঞানীদের কাজে লাগবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিকূল আবহাওয়া তথা লবণাক্ততা ও বন্যাসহিষ্ণু ধানের ২৩টি, উচ্চফলনশীল বৈশিষ্ট্যের জন্য দায়ী ১৬টি এবং চালের আকার-আকৃতির জন্য দায়ী ৪টিসহ মোট ৪৩টি জিন শনাক্ত করতে পেরেছি।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এই জিনোম সিকোয়েন্সিংয়ের ফলে লবণাক্ত ও হাওর এলাকায় ধানের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। গবেষণাটি দ্রুত মাঠপর্যায়ে নিয়ে যেতে কাজ করব আমরা।’

বিনা মহাপরিচালক ড. মির্জা

মোফাজ্জল ইসলামের নেতৃত্বে বাকৃবির গবেষক পোলট্রিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্লা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, বিনার প্ল্যান্ট ব্রিডিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম এবং পিএইচডি শিক্ষার্থী মানস কান্তি শাহা গবেষণাটির সঙ্গে জড়িত ছিলেন।

 

 

 

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ