বান্দরবানের লামায় প্রসূতিদের জন্য বিশেষ সেবা চালু করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বল্প খবর ও আধুনিক সেবা দান করা হবে এখানে। স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রসূতি মায়েদের উপজেলার বাইরে যেতে হবে না। হাতের কাছেই হবে প্রসূতি সেবা পাবেন তাঁরা। স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ শয্যার হলে বিনা মূল্য সেবা পাবেন। এ ছাড়া ১৭৫ টাকায় কেবিন পাবেন সিজারিয়ান প্রসূতি। গত ৭ মাসে হাসপাতালে বিনা খরচে স্বাভাবিক প্রসব হয়েছে ১৩৫ জন প্রসূতির।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিভাগীয় শহরের বড় বড় বেসরকারি হাসপাতালের চেয়েও প্রসূতি মায়েদের ভালো মানের সেবা দেওয়া যাবে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ১৩ জন, এপ্রিল মাসে ১০, মে মাসে ১৫, জুন মাসে ১৫, জুলাই মাসে ২৪, আগস্ট মাসে ২০ ও সেপ্টেম্বর মাসে ৩৮ জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব হয়েছে।
ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান, হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে হবে সিজারিয়ান প্রসবের শতভাগ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ডেলিভারির যাবতীয় আধুনিক যন্ত্রপাতি এখন লামা হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে। এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স আছেন।