করোনা নিয়ে অবিশ্বাস বা ভ্রান্ত ধারনা তুলে ধরতে নরসিংদীতে মঞ্চস্থ হলো পথনাটক ‘করোনা কাণ্ড’। মুক্তধারা নাট্য সম্প্রদায়ের ৩৫ তম প্রযোজনা পথনাটক ‘করোনা কাণ্ড’। গতকাল শনিবার বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে খোলা মাঠে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিট ব্যাপ্তির এই নাটকে নাট্যদলটির দশজনের অধিক কলাকুশলী অংশগ্রহণ করেন।
নাটকে দেখা যায়, গ্রামের একটি চায়ের দোকান। করোকালীন সময়ে সেই চায়ের দোকানে বিভিন্ন পেশা, বয়স, বিভিন্ন মতের লোকের সমাগম। কেউ কেউ করোনাকে সরকারের তাল বাহানা বলে আখ্যায়িত করেন। কেউ আবার করোনাকে শহুরে কারবার বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ করোনার সঙ্গে ধর্মের মিল খুঁজছেন। করোনা নিয়ে তাঁদের একেকজনের ভাবনা এবং বিশ্বাসকে পুঁজি করে এগোতে থাকে নাটকের গল্প।
নাটকটির রচয়িতা মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, ‘করোনাকে নিয়ে আমাদের সমাজে বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে যে সব অবিশ্বাস বা ভ্রান্ত ধারণা ছিল তা তুলে আনার চেষ্টা করেছি এই নাটকে।
নাটকটি নির্দেশনা দেন জহিরুল ইসলাম মৃধা।