করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় অবশেষে গতকাল রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৯৫ হাজার ৭৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে রংপুর জেলার শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৯৩০ জন।
বিভাগের ২ হাজার ৬৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।