আসন্ন রমজানে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণ জানতে গতকাল বুধবার সকালে তিনি পাইকারি ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জে যান। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়য়ের সময় সুজন ভোজ্যতেল, চিনি, ছোলা, চাল, ডাল ও পেঁয়াজের সকল প্রকার ট্যাক্স, ভ্যাট এবং আমদানিশুল্ক রমজান পর্যন্ত স্থগিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
খোরশেদ আলম সুজন বলেন, কোনো ঘোষণা ছাড়াই প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে। দামের এ ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে বিপাকে পড়েছেন মধ্যম ও নিম্ন আয়ের মানুষ। মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা প্রায়ই আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বললেও প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বাজারের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যে পণ্য বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা।